প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকাডুবি , মৃত‍্যু ৫ জনের : শোকস্তব্ধ গোটা এলাকা

27th October 2020 9:40 am অনান‍্য
প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকাডুবি , মৃত‍্যু ৫ জনের : শোকস্তব্ধ গোটা এলাকা


বিশেষ সংবাদদাতা ( মুর্শিদাবাদ ) :  মুর্শিদাবাদ জেলার বেলডাঙার ডুমণিতলার ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় মৃত পাঁচ যুবক । আকস্মিক ঘটনার জেরে শোকস্তব্ধ গোটা এলাকা । মৃতদের নাম সুখেন্দু দে (২১), পিকন পাল (২৩), অরিন্দম ব্যানার্জী(২০) , সোমনাথ ব্যানার্জী (২২), নিপন হাজরা(৩৭)।  প্রতিমা বিসর্জনে গিয়ে নৌকা ডুবির  ঘটনায় জলের তলায় নৌকা চাপা পড়ে  যান বহুজন ব্যক্তি। তবে শেষ পর্যন্ত পাওয়া খবরে সকলেই সুস্থ অবস্থায় জলের তলা থেকে বেরিয়ে আসার পরেও খোজ মিলছিল না পাঁচ যুবকের।  কয়েক ঘন্টার মধ্যেই তল্লাশি চালিয়ে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার হয় ঘাট থেকে । বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় । বেলডাঙা পৌরসভার প্রশাসকমন্ডলীর সদস‍্যরাও এসে পৌঁছান ঘটনাস্থলে ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।